৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে ছোয়াখালী মগধরা ৯ নং ওয়ার্ডে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো: রিপন নামের এক ব্যক্তিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা পরিচালিত এ অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি ফেলে চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়। তবে, রিপনকে তার ট্রাকসহ মাটিসহ আটক করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান। তিনি বলেন, “অবৈধভাবে মাটি কাটার এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে যারা এই ধরনের অপরাধ করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
উল্লেখ্য, কৃষিজমির উপর অবৈধ মাটি কাটার প্রভাব কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে, যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।