বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় এক সাহসী ও মেধাবী নেতৃত্বের প্রতীক হচ্ছেন অহিদুজ্জামান অহিদ। রাজনীতির মাঠে মেধা, সততা ও সাহসের অনন্য সমন্বয়ে যাঁরা ইতিহাস গড়েন, অহিদুজ্জামান অহিদ তাঁদের মধ্যে অন্যতম। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম আর অভিজ্ঞতার আলোকে বর্তমানে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অহিদুজ্জামান অহিদ মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরবর্তীতে কাজী আজাহার আলী ডিগ্রি কলেজে ছাত্রদলের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর মেধা, সাহসিকতা ও নিবেদিত পরিশ্রম ছাত্র রাজনীতিতে তাঁকে এক উজ্জ্বল স্থানে নিয়ে যায়।
আপোষহীন সংগ্রামের অগ্রসৈনিক
বিগত তত্ত্বাবধায়ক ও আওয়ামী সরকারের সময়ে অহিদ ছিলেন রাজপথের সাহসী মুখ। হরতাল, অবরোধসহ সকল রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে থেকে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে ২৮ অক্টোবর ২০২৩ থেকে টানা আন্দোলন-সংগ্রামে, জুলাই-আগস্ট ছাত্র-জনতার প্রতিরোধ আন্দোলনে এবং ৫ আগস্ট ২০২৪ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে তাঁর সাহসী নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। ছাত্রলীগের বারবারের নির্যাতনও তাঁর সংগ্রামের পথ থেকে বিচ্যুত করতে পারেনি।
ডিজিটাল যুগের যুব নেতৃত্বের স্বপ্নদ্রষ্টা
বর্তমানে অহিদুজ্জামান অহিদ তরুণদের প্রযুক্তিনির্ভর রাজনৈতিক সচেতনতা গড়ার কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য- প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুবশক্তিকে দেশের উন্নয়ন ও রাজনীতিতে সম্পৃক্ত করা। অহিদের ভাষায়, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, শক্তি আর স্বপ্নকে কাজে লাগাতে হবে। রাজনীতি হতে হবে সেবা আর সুশাসনের হাতিয়ার।”
তরুণদের জন্য অনুপ্রেরণা
তরুণদের জন্য অহিদের বার্তা পরিষ্কার:
মেধা ও পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।
সততা ও সাহস দিয়েই রাজনীতিকে সুন্দর ও মানবিক করা সম্ভব।
তরুণ-যুব সমাজই দেশের ভবিষ্যৎ পরিবর্তনের শক্তি।
অহিদুজ্জামান অহিদ শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি তরুণদের কাছে এক জীবন্ত উদাহরণ। তাঁর সততা, সাহস ও সংগ্রামী মানসিকতা তরুণদের রাজনীতিতে যুক্ত হতে এবং ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখতে উৎসাহিত করে।
প্রিয় ভাইজান: বাগেরহাটের মানুষের আশা
নিজ জন্মস্থান বাগেরহাটের ফকিরহাট, মোল্লারহাট এবং চিতলমারীর তৃণমূল পর্যায়ে তিনি কৃষি, ব্যবসা ও ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সম্পৃক্ত করে উন্নয়নের পথে নিয়ে যেতে কাজ করছেন। তাঁর সহজ-সরল ব্যক্তিত্ব, হাস্যোজ্জ্বল আচরণ এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে ‘প্রিয় ভাইজান’ হিসেবে জনপ্রিয় করে তুলেছে।
তরুণদের নেতৃত্ব বিকাশ ও উন্নয়নমূলক রাজনীতির এই যাত্রায় অহিদুজ্জামান অহিদের ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে—একজন সাহসী, বিনয়ী ও পরিশ্রমী নেতা যাঁর নেতৃত্বের অপেক্ষায় রয়েছে বাগেরহাটের মানুষ।