জামালপুরের মেলান্দহে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ূ বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল। কারা বিএনপির সদস্য হতে পারবেন, কারা সদস্য হতে পারবেন না তা স্পষ্ট করে বলা আছে। যারা আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িত ছিলো, আওয়ামী লীগের পদে আসীন ছিলো, যারা সমাজের চিহ্নিত অপরাধী, জুলুমবাজ, মামলাবাজ, নানা অনৈতিক-অসামাজিক কর্মকান্ডে জড়িত তারা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না। মঙ্গলবার দুপুরে মেলান্দহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অবশ্যই আমাদের নতুন সদস্য সংগ্রহ করতে হবে, দলের পরিধি বৃদ্ধি করতে হবে। আমাদের শুধু দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। কার্যালয় থেকে প্রাঙ্গণ, প্রাঙ্গণ থেকে স্কুলের মাঠ, সেখান থেকে আরও বড় মাঠে আমরা বিএনপিকে নিয়ে যেতে চাই। বিএনপিতে নতুন নতুন ব্যাক্তিকে নিয়ে আনতে হবে, সদস্য করতে হবে। কিন্তু নতুন সদস্য অন্তর্ভূক্ত করার ক্ষেত্রে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে।
মঙ্গলবার দুপুরে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপি এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসুচির আয়োজন করে। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হুসেন হাওলাদারের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ূ বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি মো: ইসমাইল হোসেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ব্যতিত সকল শ্রেণীর মানুষের বিএনপিতে যোগদান করার অধিকার রয়েছে। ফ্যাসিস্ট আমলে এদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিলো। আগামী নির্বাচনে সবাই নির্বিঘেœ পছন্দের প্রার্থীকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।