আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
 আওয়ামিলীগ নিষিদ্ধ প্রসঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের বৈঠকে প্রধান উপদেষ্টার করা মন্তব্য প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। আজ (২১ মার্চ) বাদ জুমা ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে হলপাড়া প্রদক্ষিণ করে সাইন্সল্যাব হয়ে ঢাকা কলেজ মূল গেইটের সামনে শেষ করে। 
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব রয়েল হোসেন আওয়ামিলীগ নিষিদ্ধের দাবি করে বলেন, " আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলার জমিনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। ১১ই মার্চের বৈঠকে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো শর্তসাপেক্ষে আওয়ামী লীগের নির্বাচন করার অনুমতি দিয়েছেন। আমরা বলতে চাই কোনোরকম শর্তে কোন রাজনৈতিক দল যদি আওয়ামীলীগের নির্বাচনে অনুমতি দিয়ে থাকে তারা বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেঈমানি করেছে। "
উল্লেখ্য যে গত বুধবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, " আওয়ামিলীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা এই সরকারের নেই। তবে যারা হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের বিচার দেশের আদালতে হবে। "