আগামীকাল ১৬- জানুয়ারী রোজ বৃহস্পতিবার ভোলায় আসবেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর শাইখুল হাদিস "আল্লামা মামুনুল হক"। তার আগমনে এলাকাবাসীর মাজে অন্যরকম 

উদ্দীপনা বিরাজমান করছে। জানা যায় ভোলা জেলার পীরে কামেল মাওলানা আব্দুল বারী রহঃ এর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "জামিয়াদারুল উলুম লিল্লাহ মাদ্রাসার৬৪সালা দস্ত রবন্দী ইসলামী মহাসম্মেলনে মামুনুল হক কে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে। বাদ এশা তিনি উক্ত মহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখবেন । উক্ত প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী লালমোহন পৌরসভার কর্মকর্তা নজরুল ইসলাম আমাদেরকে জানায় মামুনুল হকের আগমনে দুই লক্ষাধিক মানুষের আয়োজন করা হয়েছে। তবে মামুনুল হক আগামীকাল ভোলায় 

আরও কয়েকটি সাংগঠনিক প্রোগ্রাম করবেন।