সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে জাতীয় যুব দিবস-২০২৪ পালন করা হয়েছে।দিবসটি উদ্যাপন উপলক্ষে ২৬ বছর ধরে কুড়িগ্রাম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য সেবা, পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান , মা ও শিশুর যত্নে বিশেষ অবদান রাখায় কুড়িগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক মুহাম্মদ আব্দুল কাদের এবং শ্রেষ্ঠ সংস্থা ফাইট আনটিল লাইট (ফুল) যুব সংস্থাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রাম।শুক্রবার সকাল ১০ ঘটিকায় জেলা যুব ভবন চত্ত্বরে “ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে উদ্দিপ্ত হয়ে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জনাব মো: পূবন আকতার , অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, কুড়িগ্রাম মহোদয়ের সভাপতিত্বে দিবসটির শুভ সূচনা হয়। বণার্ঢ্য র্যালী, গাছের চারা রোপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা, সহকারি পরিচালক শ্যামল চন্দ্র দাস প্রমূখ।