গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়রায় আল ফুরকান নুরানী একাডেমির আয়োজনে ৩০ জন ছাত্র ছাত্রীকে মহা গ্রন্থ পবিত্র আল কুরআন এর সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ই নভেম্বর বৃহস্পতিবার সকালে শুরু হয়ে অনুষ্ঠান চলে বিকাল পর্যন্ত।

গোবিন্দগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে সবক প্রদান করেন বগুড়া মাদরাসাতুল মাদীনা মাদ্রাসায় প্রিন্সিপাল মুফতি মনোয়ার হোসেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদ্রাসা শিক্ষারগুরুত্ব তুলে ধরে বলেন, আপনার সন্তানকে একজন সত্যিকার মুসলিম বানান,এরদ্বারা আপনি কবরে হাশরে উপকৃত হবেন,তিনি আরো বলেন, অনেকের অনেক টাকা আছে সন্তান মানুষ বানায়নাই, ঐ মানুষ মানুষের ক্ষতির কারন হবে,জাহান্নামে যাওয়ার কারন হবে। 

আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, খানাবাড়ী মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল কালাম আজাদ অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিতা মাওলানা আরিফ হোসেন উপস্থিত বক্তব্যে তিনারা এ আশা ব্যক্ত করে বলেন কুরআন শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। এ শিক্ষায় শিক্ষিত হলে সে সমাজের যে পেশায় নিয়োজিত থাকনা কেন সে আর্দশ মানুষের মতো সেবা দিতে পারবে। তিনারা আরো বলেন এ বচ্চারা মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ দেশ ও জাতীর কর্ণধার হয়ে উঠবে।

এতে আরো উপস্হিত ছিলেন গোবিন্দগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান,  উপজেলা পরিষদ মসজিদের মুয়াজ্জিন মোঃ নাফিউল ইসলাম, হাফেজ রাশেদুল ইসলাম, মুফতি তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুল মোমিন সিরাজী, হাফেজ মাওলানা দেলওয়ার হোসেন,   উপজেলার  বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ,অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।