শহীদ আবু সাঈদ, দুহাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ।
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারাদেশের ন্যায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার ১৬ জুলাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো:রোকুনুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:তারেক হাসান, আমতলী পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির,
মুক্তিযোদ্ধা মো:মনিরুল ইসলাম তালুকদার,
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাসেল, সমাজ সেবা কর্মকর্তা মনজুরুল হক কাওসার,উপজেলা বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনের ছাএ প্রতিনিধি ফাতেমাতুজোহরা মৈএি,বায়েজিদ নোয়েল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা আবু সাঈদসহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেকল ছাএ জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বৈষম্যহীন একটি সুন্দর দেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।
উল্লেখ্য গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।