ফেনীর ছাগলনাইয়া পৌরসভার  সামাজিক সংগঠন"আমরা মটুয়াবাসী"র উদ্যোগে ইফতার মাহফিল গ্রামবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। ২১ মার্চ জুমাবার  বিকেলে পৌরসভার পুরাতণ আদালত মাঠে আয়োজিত ইফতার মাহফিলে নানা শ্রেনী পেশার  মানুষের ঢল নামে।

ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র ইউসুফ মজুমদারের সভাপতিত্বে ও ডাঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার ( ছাগলনাইয়া সার্কেল) ওয়ালী উল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ  আলমগীর বিএ,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম,, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন,কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স তারেক মোটর্স এর স্বত্বাধিকারী বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর আলম,মনির ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী মোঃ জয়নাল আবেদীন, ছাগলনাইয়া পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন জয়, মটুয়ার সন্তান আবদুল হালিম হারুন, হাফেজ কামরুল আহসান ভূঁইয়া,মাওলানা মিনহাজুর রহমান,শহিদ উল্লাহ মজুমদার বলি,সাংবাদিক  শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, নজরুল ইসলাম রঞ্জু,আব্দুল আউয়াল,মো: শাহ আলম,ওয়ার্ড জামায়াতের আমির আবদুল মতিন মেহেদী,শাহেদুল হক, ফারুক আহমেদ, এডভোকেট প্রিন্স মাহমুদ চৌধুরী, সাঈদুল হক শাহীন,মোঃ রায়হান পাটোয়ারী.  ফাহাদ শেখ,রবিউল হক রবি ও আরিফ হোসেন প্রমুখ। 
বক্তারা বলেন, এক মুসলিমের প্রতি অন্য মুসলিমের  আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নাসির আহাম্মদ ইফতারের পূর্ব দেশ ও জনগণের  শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান   রবের দরবারে বিশেষ মোনাজাত করেন।