আমার দেশের কথা
শেষ হয়ে হয় না তো শেষ
সে যে আমার জন্মভূমি
সে যে আমার বাংলাদেশ।
আমার হৃদয়ে গাথা
আছে এই দেশ
শ্যষ শ্যামল ফসল ভরা
তার রুপের নাই শেষ।
আষাঢ় শ্রাবণ এলো
অবিরাম বৃষ্টি ঝড়া
নদীর কুল হলো
পানিতে ভরা।
সবুজ ফসল ভরা
আমাদের এই মাঠ
ভাঙ্গীতে ভাঙ্গীতে হলো
সমুদ্র ঘাট।
অগ্রহায়ণে ভরা মাঠে
জমিনে সরিষার ফুল ফুটে
পৌষের এই শীতির রাতে
শরীর কনকন করে কেপে ওঠে।
সকাল হলে পাখি ডাকে
পূর্ব দিকে সূর্য ওঠে
পৃথিবীতে আলো আসে
আমারও পরাণ যায় ঐ দেশে তে।