আমায় পেতে চেয়েছিলে

কলমে:- বাদল চৌধুরী

আমায় পাওয়ার আকাঙ্ক্ষায়

তুমি ছিলে পাগলপ্রায়

তোমার মনের অনুভূতি টুকু

সেভাবে বুজতে পারিনি আমি,

অস্পষ্ট ইঙ্গিত আমার নজর কাড়েনি

শুধুই ফ্যালফ্যালিয়ে ছিলাম তাকিয়ে !

তোমার ঈশারী  নিবেদনে

আমি ছিলাম নির্বাক,

কম্পিত হৃদয়ে ছিলাম হতভম্ব

বর্ণ হয়েছিল ফ‍্যাকাশে।


অপরদিকে তুমি ছিলে হাস্যোজ্জ্বল

মুখাবয়ব ছিল রক্তাভ

চাহুনি যেন চঞ্চলা হরিণী,

অধরে ছিল অমৃত মেশানো হাঁসি

দশনে রূপালি মুক্তোর ঝিলিক

চলনে ললনা উর্বশী ঢং

পরিচ্ছদে হাল্কা নীলাভ বসন,

রক্তমেশানো হলুদাভ গড়ন

সব মিলিয়ে তুমি ছিলে অনন্যা

যেন স্বর্গ থেকে নেমে আসা পরী।


আজ একাকী সেদিনের সেই ক্ষণ

মনে দোলা দিয়ে ভাবায় আমায়,

আমার নির্বাক আচরণই

সব কিছু করেছিল ভুন্ডুল,

জানিনা কিবা তব কারণে

আমি তোমার উচ্ছ্বসিত স্বভাবে

দেইনি কোনো সাড়া কিবা প্রতিউত্তর,

যোগাইনি কোনো মনোবল

নিবেদনে ভাসাইনি দেহ মন,

আপনি নিজেকে তব ধমনির রক্তস্রোতে

পাঁজরের অতল গভীরে।