কুমিল্লা দাউদকান্দি আমিরাবাদ থেকে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী উর্মি আক্তার (২২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর  তদন্ত কেন্দ্র পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে মাদক বিক্রি করার সময় হারুন মিয়াকে ধাওয়া দিলে সে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উর্মি আক্তারের কাছে থাকা পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত উর্মি আক্তার  দাউদকান্দি উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের হারুন মিয়া'র মেয়ে। 
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ  জুনায়েত চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত বলে শিকার করেছেন গ্রেফতার ওই নারী। বুধবার তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।