আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়ায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান পরিচালনা করে মাছ বিনষ্ট ও জরিমানা আদায় করা হয়েছে। বুধবার কাকবাসিয়া মৎস্য সেটে এ অভিযান পরিচালনা করা হয়। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার ডিজিএফআইয়ের সদস্য এসআই হুমায়ুন কবিরসহ অন্যান্যদের উপস্থিতে অভিযান পরিচালনা কালে অপদ্রব্য মিশ্রনের দায়ে মৎস্য ব্যবসায়ী ব্রজেন কুমার, আনিছুর রহমান ও গোপাল কুমারের নিকট হতে ১২০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দকৃত চিংড়ী প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।