সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানাধীন ৫ নং বড়দল ইউনিয়নের মাছ বিল সংলগ্ন শকুন মুড়োরবিলে হিলফুল ফুজুল যুবসংঘ কর্তৃক আয়োজিত এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাতের কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কে এম শামসুদ্দিন সানার সভাপতিত্বে সোমবার ( ১২ ই মে) সময় আছর বাদ হইতে শুরু হয়ে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন মুফতি আমির হামজা (কুষ্টিয়া), দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান জিহাদী (কুষ্টিয়া) বাংলাভিশন টিভি ঢাকা, তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থেকে আলোচনা করবেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর (24 টিভি ঢাকা), চতুর্থ বক্তা হিসেবে আলোকপাত করবেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা (চ্যানেল ২৪ টিভি ঢাকা), তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ আকর্ষণ মুক্তির দিশারী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মনমুগ্ধকর হামনাত ও ইসলামিক সংগীত এর মধ্য দিয়ে বিভিন্ন বাস্তব রূপ প্রাকটিকালে তুলে ধরার চেষ্টা করবেন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মোঃ আব্দুল গফুর বি এ অনার্স কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল গফফার ক্যাশিয়ার রফিকুল ইসলাম, মাহফিল পরিচালনায় এবিএম ফেরদাউস শিক্ষক বড়দল দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা, বড়দল হিলফুল ফুজুল যুবসংঘ সদস্য কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ধর্মপ্রাণ ভাইদের মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।