বিশ্বায়নের এই যুগে বিজনেস এডুকেশনে কেইস স্টাডি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়টি বাস্তব তথা জীবনমুখী নানাবিধ আয়োজন করে আসছে আর তারই ধারাবাহিকতায় বিগত ২০ মে, ২০২৫ এ ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘Case Conquest 1.o’ এর জমকালো গালা ফিনালে!
উক্ত আয়োজনটি ছিল এক ঝাঁক উদ্ভাবনী ছাত্র-উদ্যোক্তা ও শীর্ষস্থানীয় শিল্প নেতাগণের এক মিলনমেলা । বিশাল এই আয়োজনের গর্বিত টাইটেল স্পন্সর ছিল KEERON – পাওয়ার্ড বাই Englishology । এছাড়াও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল Young Professionals Association of Bangladesh (YPAB), আর মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সঙ্গে ছিল The Daily Star এবং Channel 24!
আয়োজিত ব্যবসায়িক কেইস কনকোয়েস্টটিতে মূলত: একটি বাস্তব ব্যবসায়িক চিত্র প্রতিফলিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারী দলগুলো একটি গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডের বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ ডিভাইস সূচনার জন্য গো-টু-মার্কেট স্ট্র্যাটেজি তৈরি করার পাশাপাশি প্রোডাক্ট পজিশনিং, প্রচারণা কৌশল, বিপণন ও বিতরণ পরিকল্পনা ও প্রতিযোগিতামূলক পার্থক্য উপস্থাপন করে।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১০টি প্রতিভাবান ও উদ্ভাবনী দল – Thunderbolts, Arch, Inferno, Green Vault, Business Brains, Teams Ideoms, REDZA PRO, Neuroflow, Visionary 0.1, The Syndicate এবং Uttron। প্রতিটি দলকে মূল্যায়ন করা হয়েছিল মৌলিক চিন্তা, বাস্তবায়নের সক্ষমতা, বাজার বিশ্লেষণ, ও প্রেজেন্টেশনের দক্ষতাসহ নানা মানদণ্ডে।
উক্ত কেইস কনকোয়েস্টটির বিচারক প্যানেলে ছিলেন: ১. জনাব সাকিফ আমজাদ আল হক, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সুখী, ২. জনাব নয়ন ভৌমিক, প্রোডাক্ট হেড, অশোক লিল্যান্ড, ৩. জনাব আল জামি জাওয়াদ খান, ক্যাটাগরি হেড (এজিএম), ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, এবং ৪. জনাব তারিফ মোহাম্মদ খান, হেড অব কমিউনিকেশনস, ডেক্কো ইশো ভেনচার ক্যাপিটাল; জাতীয় স্টার্ট-আপ মেন্টর l
Englishology এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন: সাবিহা আশালতা, বিজনেস ডেভেলপমেন্ট লিড, জাহিদ হাসান, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট, মাসুদ পারভেজ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার।
আয়োজক বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন: ক্যাপ্টেন মোবাশ্বের এ. খন্ডকার, পিএসসি, বিএন (অব.), ট্রেজারার, ইউনিভার্সিটি অব স্কলার্স l এছাড়াও উপস্থিত ছিলেন জনাব রাশেদ চৌধুরী, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং জনাব এস এম নাহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন l
প্রতিযোগিতাটির আয়োজনে স্কলার্স বিজনেস ক্লাবের পক্ষ হতে ছিলেন জনাব ফাহিম আহমাদ, লেকচারার ও ক্লাব অ্যাডভাইজার, মাহিদ আহমেদ (প্রেসিডেন্ট), আফরোজা আক্তার সাদিয়া (ভাইস প্রেসিডেন্ট), পিউ আসরাফুন বানু (সেক্রেটারি), আনিক খান (হেড অব পাবলিক রিলেশনস), মো. হাসান নির্ঝর (জয়েন্ট সেক্রেটারি), আশিকুল ইসলাম শিহাব (হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট), এস.কে. শাফিন হোসেন ও মো. রায়হান ইসলাম (পিআর এক্সিকিউটিভস), হামিম মোল্লাহ প্রিন্স ও মুবাসসিরা মৌলি (ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভস)।
চূড়ান্ত মূল্যায়নের পর সেরা তিনটি বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়। উক্ত আয়োজনটির সফল আয়োজন মূলত ইউনিভার্সিটি অব স্কলার্স-এর বাস্তবভিত্তিক শিক্ষার প্রতি প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বগুণ বিকাশে প্রতিশ্রুতিশীল ভূমিকার আরেকটি উজ্জ্বল প্রমাণ। ইউনিভার্সিটি অব স্কলার্স প্রতিনিয়তই বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার পাশাপাশি ইন্ডাস্ট্রি লিডারদের সম্পৃক্ত করে চলেছে। ইনোভেশন, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং একাডেমিক এক্সেলেন্সকে সামনে রেখে ইউনিভার্সিটি অব স্কলার্স নিজেদের বাংলাদেশের শিক্ষাজগতে একটি অগ্রণী ও প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে – এবং এই বিশেষ আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করে।