ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিন্ন শাখার ২০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসআইডিপি  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(৩১ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস ফুলপুর ময়মনসিংহ এর আয়োজনে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা উচ্চ মাধ্যমিক একাডেমিক  সুপার ভাইজার পরিতুষ সূত্রধার এর পরিচালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)
মেহেদী হাসান ফারুক ও সহকারী পরিদর্শক ময়মনসিংহ জেলা শিক্ষা অফিস মোহাম্মদ শহিদুল ইসলাম।