জাতীয় সাংবাদিক সংস্থা (JSS) কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা। এতে প্রতিষ্ঠাতার স্ত্রী মোছাঃ আছিয়া আক্তার সভাপতি ও মোঃ আলমগীর গনিকে মহাসচিব করে জাতীয় সাংবাদিক সংস্থা’র ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

‎আজ (৩১ জুলাই ২০২৫ খ্রিঃ) বৃহস্পতিবার
‎সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি  প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা (JSS)।
‎সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে
‎মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন, শ্রম ও আত্মত্যাগে গড়ে ওঠা এ সংগঠনটি আজ দেশের গণমাধ্যমকর্মীদের ঐক্য ও ন্যায়বিচারের প্রতীকে পরিণত হয়েছে।
‎সাম্প্রতিক সময়ে সংগঠনে অভ্যন্তরীন শৃঙ্খলা ভঙ ও নেতৃত্বের দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে, যা প্রতিষ্ঠাতার আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।
‎এই সংকটময় প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৫টায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছা: আছিয়া আক্তার। একইসাথে গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের ত্যাগী কর্মী আলমগীর গনি মিয়াকে মহাসচিব মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
‎সভায় মোছা: আছিয়া  আক্তার বলেন,
‎“এই সংগঠনটি গড়ে উঠেছিল আমার স্বামী মরহুম আলতাফ হোসেনের শ্রম, স্বপ্ন ও আদর্শিক শক্তিতে। আজ যখন সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা হুমকির মুখে, চলমান পরিস্থিতিতে আমাকে বাধ্য হয়েই সংগঠনের হাল ধরার সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার এই সিদ্ধান্ত কারো বিরুদ্ধে নয়—এটি সংগঠনকে টিকিয়ে রাখার জন্য।”

‎তিনি আরও বলেন,
‎“একটি সংগঠনের প্রাণশক্তি হলো তার সদস্যদের আদর্শিক ঐক্য ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব। আমি সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং প্রবীণ নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে আমরা মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে একযোগে কাজ করতে পারি।”

‎নতুন কমিটির মূল লক্ষ্য সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, সদস্যদের জন্য প্রশিক্ষণ, কল্যাণ ও সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু, গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।

‎সাংবাদিক মহলে এই নতুন কমিটি গঠন এবং প্রতিষ্ঠাতার পরিবারের প্রত্যক্ষ সম্পৃক্ততাকে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।