চরভদ্রাসন উপজেলা প্রশাসনও মাধ্যমিক ওউচচ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগ মেধাবীদের ক্রেস্ট প্রদানওএসএসসির খারাপ রেজাল্টের পরিস্থিতিতে  
ওশিক্ষার মান উন্নয়নে এক সেমিনার ৩১ শে জুলাই উপজেলা অডিটোরিয়াম হল রুমে সকাল ১১.০০ ঘটিকায়  চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন প্রধান অতিথি ছিলেন। 
মেধাবীছাত্র-ছাত্রীদের ক্রেস্টপ্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব
 করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান।  
সম্মানিত অতিথি ছিলেন, চরভদ্রাসন সরকারী কলেজের অধ্যক্ষ  ড.নিখিল রঞ্জন বিশ্বাস। 
বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান। 
দেখা গেছে, দিনব্যাপী  মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে জন্য উপজেলার১৪টি মাধ্যমিক বিদ্যালয় একটি সরকারি কলেজ হতে ১৮জন ছাত্র-ছাত্রীদের এইচএসসি, এসএসসি,দাখিল  হতে   ২০২২ও২০২৩ সালের  মানবিক, বাণিজ্য, বিজ্ঞান বিভাগ হতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে 
পুরস্কৃত করা হয়।
অপরদিকেএসএসসিতে ২০২৫ সালের সম্প্রতি ফল প্রকাশে বিগত বছর তুলনায় এবছর ব্যাপক হারে খারাপ রেজাল্ট প্রকাশ পায়।  ব্যাপক হারে রেজাল্ট  খারাপ রেজাল্টের মধ্য চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়। চর অযোদ্ধা উচ্চ বিদ্যালয় এবছর ভালো ফলাফল করেছে।
মাধ্যমিক স্কুলগুলোতে সরজমিনে দেখা গেছে হাতে কোন দু চারটি শিক্ষার মান ভালো হলেও  বাকি বিদ্যালয় গুলোতে পড়াশোনার মান বলতে কিছুই নেই। নতুন ডাংগি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী তিনি সারাক্ষণ গাজীরটেক ইউনিয়ন পরিষদে কর্মব্যস্ততায় থাকেন। নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা না করে বেতন তুলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত এমপিও ভুক্ত কোনও শিক্ষক- কর্মচারী একই সঙ্গে একাধিক কোন পদে/চাকুরীতে বা আর্থিক লাভজনক কোন পদে নিয়োজিত থাকতে পারবেনা। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিল সহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 
চরের স্কুলগুলোতে শিক্ষার মান বলতে কিছুই নেই।শিক্ষকরা সাড়ে ১১ টায় বিদ্যালয় যায় ২টায় বিদ্যালয় ত্যাগ করে। 
বিভিন্ন মিডিয়াকর্মীরা ব্যাপক লেখালেখি করলেও যৎস  সামান্য পরিবর্তন হলে প্রশাসন সেদিকে কোন গুরুত্ব দিচ্ছে না।