গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় রইস উদ্দিন বর্বর মব হামলার শিকার হয়েছেন। বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি আদর্শকে নিধন করার চেষ্টা। অথচ এই হত্যাকাণ্ডের পেছনের অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন। মিছিলে বক্তব্য রাখেন- আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ বক্তা এনাম রেজা, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর প্রতিনিধি ইব্রাহিম খলিল, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রতিনিধি তাওহিদ আলীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার আকিব হাসান মাহী ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম এলাহী। কর্মসূচির সমন্বয় করেন সম্মিলিত মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক রকিবুল হাসান রাকিব।