উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ডের মেম্বার ফারুক হাসান সফিক। সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলাম নগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন তালুকদার।
আরো উপস্থিত ছিলেন ইসলাম নগর বাজার ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল বাতেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্হানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বিবরণী দেন আলতাফ হোসাইন। উক্ত খেলায় সভাপতিত্বে করেন ইসলাম নগর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কামরুল হাসান তৌফিক।
প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি বনাম সাধারণ সম্পাদক গ্রুপ বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। টানটান উত্তেজনা পূর্ণ মনোমুগ্ধকর খেলা উপভোগ করে শতশত দর্শক। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়। সভাপতি গ্রুপ কে ৩-৪ ব্যবধানে হারিয়ে সাধারণ সম্পাদক গ্রুপ বিজয়ী হয়।
ইসলাম নগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হোসাইন তালুকদার ও সভাপতি কামরুল হাসান তৌফিক বলেন, আমরা সারা বছরব্যাপী ব্যবসায়ী বাণিজ্য করে থাকি। কিন্তু বিনোদনের অবসর সময়টুকু খুঁজ পাই না। তাই আমরা সবাই মিলে পরামর্শ করে বিনোদনের জন্য ফুটবল ম্যাচ আয়োজন করি। বিনোদন ছাড়া মানুষের জীবন একঘেয়েমীতে রুপান্তরিত করে। খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল ও সতেজ রাখে। আমরা ইসলাম নগর বাজার ব্যবসায়ীরা প্রতি বছরই এমন ফুটবল ম্যাচ আয়োজন করবো।
প্রধান অতিথি জহিরুল ইসলাম জহির বলেন, বর্তমান যুব সমাজ ইয়াবার মরণ নেশার ছোবলে আসক্ত। মাদক থেকে যুব সমাজ কে বাঁচাতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলার মাধ্যমে আত্মার ও ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি হয় এবং যুব সমাজকে মাদক থেকে দুরে রাখবে। যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলায় উৎসাহী করতে হবে। আমি সরকারের নিকট আবেদন করছি,প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ দেওয়ার জন্য। পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ না থাকার কারণে যুব সমাজ মাদকে আকৃষ্ট হচ্ছে। সবার সহযোগিতা পেলে পাথালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড নিয়ে আমি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো। আপনাদের সকলের সহযোগিতা না পেলে, আমার পক্ষে এককভাবে আয়োজন করা সম্ভব হবে না। বাংলাদেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা।আমি আশাবাদী বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে।