হবিগন্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা,র চুনারঘাট এ অভিযান চালিয়ে মাদক সহ ব্যবসায়ী আলমগীর কে আটক করে।
জানা যায় আজ( ৯) জুলাই দূপূর ১টায় চুনারঘাট এর উবাহাটা ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সহ আলমগীর নামে এক ইয়াবা ব্যবসায়ী কে আটক করে।আটকৃত ব্যক্তির দেয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে ৭০পিস ইয়াবা জব্দ করপ।
আটকৃত মাদক ব্যবসায়ী চুনারঘাট থানা,র উবাহাটা ইউ পি,র ইদ্রিস আলী দালালের ছেলে আলম গীর।সে প্রশাসনের চোখ ফাকি দিয়ে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।এলাকার মানুষ তার বিরুদ্বে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তাহার গ্রেফতারের এলাকায় স্বস্তি ফিরে আসছে।
হবিগন্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে এলাকার গণ্য মান্য ব্যক্তিরা অভিনন্দন জানান।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এর উপ পর িদর্শক মীরা রানী দেবী বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে।