পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে যুব ঐক্য পরিবারের উদ্যোগে অসহায়, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে যুব ঐক্য পরিবারের উদ্যোগে অসহায়, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় প্রতিষ্টান প্রধানসহ যুব ও ঐক্য পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে দূরে থাকতে হবে, অপ্রয়োজনীয় মোবাইলে সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে, কল্যাণমুখী জীবন গঠন করতে হবে আর পিতা-মাতা ও শিক্ষকদেরকে সম্মান করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও শিক্ষনীয় কর্মকাণ্ডে দৃষ্টিভঙ্গি বদলানোর উপর গুরুত্বারোপ করেন।
ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা হয়রত আবু বক্কর ছিদ্দিক (রা:) বালিকা দাখিল মাদ্রাসা হলরুমে গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী সরুপ খাতা, কলম আর পেন্সিল বিতরণ করা হয়। মাদ্রাসার সুপার মোরশেদুর রহমানে সভাপতিত্বে ও ছাত্র আবদুল্লাহ'র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্টিত এই অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এম আবু হেনা সাগর। প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার সরকারী কলেজের লেকচারার ও সংগঠন সহ সভাপতি জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাজাহারুল হক রিগ্যান ও মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম।

উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, শিক্ষা বিষয়ক সম্পাদক ইসতিহার হোসাইন  ফাহিম,সদস্য মুবিন ও ইউনুছসহ অসংখ্য ছাত্র ছাত্রী। পরে অবশিষ্ট শিক্ষা সামগ্রী শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। 

উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে সামাজিক প্লাটফর্ম এ সংগঠনটি সমাজসেবা, মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। সদস্যদের নিরলস প্রচেষ্টায় দিন দিন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। বৃক্ষরোপন, কোরআন শরীফ বিতরন, কবরস্থান ভিত্তিক দোয়া বিষয়ক ফেষ্টুন টাঙানোসহ হরেক রকম সামাজিক কর্মকান্ডে ভূমিকা রেখে চলছে গ্রামীন জনপদে। এই সংগঠনের মানবিক কাজগুলোর মাধ্যমে গরিব অসহায় শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করেন শিক্ষিকা রোজিনা আক্তার।