পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ শিল্প নগরী গাজীপুরে ফিরতে শুরু করেছে। তবে বিগত কয়েক দিনের থেকে আজ একটু বেশি মানুষ ফিরছেন। কারণ,আগামীকাল (৭ এপ্রিল) থেকে খুলবে সব সরকারি অফিস। একই সঙ্গে অনেক বেসরকারি শিল্প কারখানা ও প্রতিষ্ঠান খুলবে।
রোববার (৬ এপ্রিল) সকালে রেলপথের জয়দেবপুর রেলস্টেশন, সড়ক পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এবং ঢাকাটাঙ্গাইল মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট চন্দ্রা ত্রিমোড়ে ঢাকা ফেরা মানুষের ঢল নামতে দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে,গাজীপুরে উত্তর বঙ্গের ট্রানজিট পয়েন্ট খ্যাত চন্দ্রা ত্রিমোড় বাস কাউন্টারে দলে-দলে দূরপাল্লার বাস থেকে ঢাকায় ফেরা মানুষদের স্রোত নামছে।গণপরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের সূত্রে জানা গেছে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রংপুর থেকে আসা এক যাত্রী বলেন, গ্রামে বাবা-মায়ের সঙ্গে সপরিবারে ঈদ করতে গিয়েছিলাম। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ বিভাগে কাজ করি। আগামী কাল আমার অফিস খুলবে এজন্য আজকেই চলে আসলাম।
তিনি বলেন,এখন পর্যন্ত চোখে কোনো ভোগান্তির খবর চোখে পড়েনি। তাই গতকাল রাতে রওনা হয়ে ভোরে এসে নামলাম। আলহামদুলিল্লাহ।
এ দিকে জানা যায়,দেশের বৃহত্তর শিল্পাঞ্চল গাজীপুরে বসবাসকারী বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত ২০ লক্ষাধিক শ্রমজীবী মানুষের মধ্যে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে অতন্ত্য ১০ লক্ষাধিক শ্রমজীবী মানুষেরা কোন রকমের ভোগান্তি ও দুর্ভোগ ছাড়াই সড়ক ও রেলপথে নারীর টানে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন শিল্পাঞ্চল পুলিশ ও জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অপর দিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে,জেলায় ২ হাজার ১৭৬টি ছোট বড় কলকারখানা রয়েছে। এরমধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন প্রায় ২২ লাখ কর্মী। এরইমধ্যে অনেক কলকারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শেষ হয়েছে। যানজট থেকে রেহাই পেতে ঘরমুখো মানুষেরা আগেভাগেই ঈদের ছুটি শেষে শিল্প এলাকায় ফিরতে শুরু করেছেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঈদের ছুটিতে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষেরা সড়ক পথে স্বস্তিতে গ্রামের বাড়িতে ফিরেছে।আবার ঈদের ছুটি শেষে কোন ধরনের ভোগান্তি ছাড়াই কর্ম স্থলে ফিরতে শুরু করেছে।তিনি বরও বলেন, হাইওয়ে পুলিশ সব সময় যাত্রীদের হয়রানি রোধে কাজ করছে।