ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষাভিত্তিক লিফলেট বিতরণ করেছে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষাভিত্তিক লিফলেট বিতরণ করেছে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। মঙ্গলবার দুপুরে উপজেলার ছয়টি কেন্দ্রের প্রায় পাঁচ হাজার পরীক্ষার্থীর মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সুজন সদস্য অধ্যক্ষ কামরুল আলম, ওয়াইপিএজি কোঅর্ডিনেটর রোমান কবীর, সাইমন রহমান, ইসরাত আরশিয়ানা মৌ, পুষ্প রানী গৌড় প্রমুখ।

লিফলেটে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই মূল স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। লিফলেটে নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে—শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, রাষ্ট্রীয় নিয়ম-কানুন মান্য করা, অসৎ সঙ্গ পরিহার, স্বেচ্ছাসেবী মানসিকতা গঠন, অহিংসা ও সহনশীলতার চর্চা, পিতা-মাতার প্রতি দায়িত্বশীলতা, ধর্মীয় ও সামাজিক শিক্ষার গুরুত্ব, সততা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা চর্চা এবং শিক্ষাঙ্গনে সহিংসতা রোধে সচেতন ভূমিকা পালন।

আয়োজকদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।