উখিয়া-টেকনাফ সীমান্তঘেঁষা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের সন্তান ড. হাবিব। তাঁর পিতা মরহুম হাজী নবী হোসেন স্থানীয়ভাবে ছিলেন দানবীর ও অসহায় মানুষের ভরসাস্থল। সেই পারিবারিক সামাজিক দায়বদ্ধতার উত্তরসূরি হয়ে জনসেবার অঙ্গনে নামছেন তিনি।
শিক্ষা ও কর্মজীবন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ড. হাবিব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণা ও নীতি-পরামর্শে যুক্ত আছেন। বর্তমানে তিনি কাতারের আমিরের দিওয়ানে আন্তর্জাতিক ইতিহাস ও গবেষণা বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত। পাশাপাশি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান New Horizon CLC Bangladesh পরিচালনা করছেন।
নির্বাচনী অঙ্গীকার
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন—
“আমি ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি। আমার লক্ষ্য উখিয়া-টেকনাফের মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও নানা সমস্যার শিকার। সময় এসেছে সেই চিত্র পাল্টানোর।”
ড. হাবিব জানান, তাঁর নির্বাচনী অঙ্গীকারে যেসব খাতকে অগ্রাধিকার দেওয়া হবে—
কর্মসংস্থান: পরিবেশবান্ধব ও টেকসই শিল্প গড়ে তুলে স্থানীয়দের চাকরির সুযোগ সৃষ্টি।
যুব উন্নয়ন: তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, আইটি সেন্টার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার।
স্বাস্থ্যসেবা: আধুনিক হাসপাতাল, সুলভ চিকিৎসা ব্যবস্থা ও গ্রামীণ পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা।
অপরাধ দমন: মাদক চোরাচালান, মানবপাচার ও অপহরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।
সম্প্রীতি রক্ষা: ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার সঙ্গে সমান আচরণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা।
জনগণের প্রতি আহ্বান
ড. হাবিব বলেন—
“আমি কোনো দলের প্রার্থী নই, জনগণের প্রার্থী। আমি আপনাদের সন্তান হিসেবে দায়বদ্ধ আপনাদের কাছে। আপনারাই আমার শক্তি। আপনাদের সঙ্গে নিয়ে আমরা গড়ব নতুন উখিয়া-টেকনাফ।”