শীত ভাগাভাগি করে নিতে শীতের মৌসুমে উষ্ণতায় হাসবো সবাই একত্রে এই প্রতিপাদ্য কে ঘিরে ১ম বারের মতো আয়োজিত হয় শীতবস্ত্র বিতরণ।

শীত ভাগাভাগি করে নিতে শীতের মৌসুমে উষ্ণতায় হাসবো সবাই একত্রে এই প্রতিপাদ্য কে ঘিরে ১ম বারের মতো আয়োজিত হয় শীতবস্ত্র বিতরণ। প্রকৃত ভুক্তভোগীর(প্রবীণ বয়োবৃদ্ধ, পথশিশু সুবিধাবঞ্চিত শিশু) মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় (উন্নতমানের শাল,পা-মোজা ও ভেসলিন)।এসময় উপস্থিত ছিলেন ইউনিটি স্পার্ক এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী ,প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুহিবুল হাসান রাফি,কোষাধ্যক্ষ উম্মে হাবিবা রশিদ হিয়া,সিনিয়র সদস্য সাইরা আরফিন,তাবিব,মাহি,জিহাদ প্রমুখ।সংগঠনটি প্রতিজ্ঞাবদ্ধ যে,মানবতার পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে। Unity Spark-এর প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম চৌধুরী বলেন,আমরা বিশ্বাস করি, একটুকরো উষ্ণতা শুধু শরীরকেই নয়, হৃদয়কেও উষ্ণ রাখে। সবাইকে অনুরোধ, আমাদের পাশে থেকে পরিবর্তনের এই যাত্রায় অংশীদার হোন।