ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী। সংঘর্ষের পর মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়। ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৯ জন ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা মর্নিং পোস্ট নিউজকে জানান। জানা যায়, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। ওই পথে অবৈধ রেলক্রসিং রয়েছে। অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় ওই স্থানে রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল।