অবৈধভাবে ভাটা নির্মাণ করে ইট প্রস্তুত করায় তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর এলাকায় এমএলবি ইটভাটা মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার
ভ্রাম্যমাণ আদালতে আশরাফুজ্জামানের ৫০ হাজার টাকা জরিমানা করেন ও ইউএনও রুবেলা রানা।
ইউএনও রুবেল রানা বলেন, হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর জুম্মাপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা এমএলবি ইটভাটা স্থাপন ও পরিবেশের লাইসেন্স না থাকায় ইট তৈরি করে আসছিলেন আশরাফুজ্জামান। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা মালিক আশরাফুজ্জামানের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।