বুধবার, ৮ জানুয়ারি জামালপুর সদর উপজেলার অন্তর্গত শরিফপুর ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শরিফপুর ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি,সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা পারভিন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম সহ প্রমুখ। এছাড়াও গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিএনপির আরেক অঙ্গ সংগঠন জামালপুর জেলা, শহর ও সদর জাসাসের উদ্যোগে জামালপুর শহরের গেইটপাড় এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে সীতবস্ত্র বিতরণ করা হয়।