গ্রাম গঞ্জের হাট বাজারের দোকানগুলোতে সকাল সন্ধ্যায় ঊর্তি বয়সের ছেলে-মেয়েদের সিগারেটের প্রতি আসক্তি, দুঃশ্চিন্তায় অভিভাবক।

গ্রাম গঞ্জের হাট বাজারের দোকানগুলোতে সকাল সন্ধ্যায় ঊর্তি বয়সের ছেলে-মেয়েদের সিগারেটের প্রতি আসক্তি, দুঃশ্চিন্তায় অভিভাবক। বর্তমান সময়ে তরুন প্রজন্মের কাছে জনপ্রিয় কিছু ব্রান্ড ব্লাকের বিভিন্ন স্বাদের কুল,স্টোবেরি,প্লাটিনাম  সিগারেটের প্রতি তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের আসক্তি দিন দিন বেড়েই যাচ্ছে।স্কুল কলেজের ছেলে মেয়েরা বিভিন্ন ফ্লেভারের এসব নেশা জাতীয় দ্রব্য গ্রহন করে মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।এসব বিভিন্ন স্বাদের সিগারেট কিনতে ব্যায় করতে হচ্ছে প্রতি স্টিক ১০ থেকে ২০ টাকা।ব্লাকে আসক্ত কয়েকজনের সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন প্রথম দিকে শখের বসে বন্ধু বান্ধবীদের সাথে খেলেও এখন চেইনস্মোকার হয়ে গেছি একটা শেষ না হতেই আর একটা খেতে হয়।তারা আরো এসব টাকা জোগাড় করতে বাসায় হরহামেশাই মিথ্যা কথা বলে টাকা নিতে হয়।কখনো ক্লাশের ফাঁকে, কখনো টিফিনে আর সন্ধ্যা বেলায় খেলার মাঠে বন্ধুরা জমায়েত হলে মধ্যরাত অবধি চলে সিগারেটের বিভিন্ন ফ্লেভারের স্বাদ গ্রহন। তারা আরো বলেন স্কুল,কলেজের শুধু ছেলেরা নন তাদের গার্ল ফ্রেন্ডরাও এসব নেশায় আসক্ত। তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় প্রাথমিকের ছেলে মেয়েরাও এসব নেশায় আসক্ত।দ্রুত প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ না নেয়া হলে কোমলমতি এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার। সেই সাথে চরম সাস্থ্য ঝুঁকিতে টিনেজাররা।