এতিম ও অসহায় একশত মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ইফতার ও আয়োজন করেছেন নোয়াখালীর অন্যতম সামাজিক সংগঠন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন (CBF)।
শুক্রবার (১৪ মার্চ) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ঈদগাহ আরাবিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা আবু সাহেল।
বিশেষ আলোচনায় চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি.আই সুজন বলেন, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে ফেরেশতাদের বিচরণ। আমরা সে আলোচনায় আপনাদের সঙ্গে যোগ দিতে আজ এখানে উপস্থিত হয়েছি।
রোজাদার কে ইফতার করানোর মধ্যে আলাদা একটি আনন্দ আছে আর এই আনন্দের অংশীদার হতেই আমাদের এই আয়োজন। আজকের এই আয়োজনে উপস্থিত সবাইকে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, তিনি আরো বলেন, এই রমজান মাসে যদি কোরআন ও মহানবী (সা.) এর নির্দেশনা কাজে লাগাতে পারি আমরা উপকৃত হবো। আমরা যদি ইসলামকে বুঝার চেষ্টা করতে পারি এবং তদানুযায়ী আমল করতে পারি তবেই আমরা ইহকাল ও পরকালের জীবনে কল্যাণকামী হবো।
এসময় তিনি কোরআনে হাফেজ এতিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কোরআনের পাখিরা সুন্দর কোরআন তেলওয়াত করে। কোরআনের যে শিক্ষা তাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের ব্যক্তি ও পারিবারিক জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে।
তিনি জানান চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন ৫টি প্রযেক্ট নিয়ে কাজ করে, ওদের মুখে হাসি, CBF ব্লাড ব্যাংক,সবুজ বাংলা, অক্সিজেন ব্যাংক, CBF উন্মুক্ত কোরআন শিক্ষা
ইফতার অনুষ্ঠানে অন্যদের মাঝে চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের দ্বায়িত্বশীল ও সদস্য রা অংশ নেয়।