খানাখন্দে মরণফাঁদে পরিনত হয়েছে, মোহনগঞ্জ মহিলা কলেজ মোড়। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বাস,ট্রাক লড়ি, মালামাল নিয়ে মহিলা কলেজ মোড় এসে গর্তে পড়ে আটকে গেলে, রাস্তা বন্ধ হয়ে মহিলা কলেজ রোড, থানা রোড, হাসপাতাল রোডে ব্যপক যানজটের সৃষ্টি হয়।

 এতে কয়েক ঘন্টা যানজটে পরে যাত্রী ও সাধারণ পথযাত্রীদের হয়রানীর শিকার হয়। এ সময় মহিলা কলেজে এইস এসসি পরিক্ষার্থীরা কলেজে যতে চরম দুর্ভোগে পরেন। অনেক পরিক্ষার্থী  ভাঙা রাস্তা পার হতে গিয়ে গর্তে পড়ে বৃষ্টির পানিতে জমে থাকা কাদায় কাপর নষ্ট হয়ে পরিক্ষা হলে যেতে দেখা যায়। মঙ্গলবার ভোর ৫ টায় একটি মাল বঝাই ট্রাক মহিলা কলেজ মোড় এসে গর্তে পড়ে আটকে যায়। এর জন্য রাস্তা বন্ধ হয়ে পড়ে।এসময়  টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে ঢাকা থেকে পর্যটক নিয়ে আসা প্রায় অর্ধ শতাধিক বাস এখানে আটকা পড়ে।  পরে এসব পর্যটক বাস রেখে মোহনগঞ্জ থেকে মধ্যনগর পর্যন্ত  সি এনজি,অটো রিকশা ভাড়া করে যান।  এতে চরম কষ্টে তাদের যেতে হয়। পর প্রায় ৬ ঘন্টা যানজটে কয়েকশ বাস,ট্রাক আটকা পড়ে।  পরে পুলিশের সহযোগিতায় গর্তে পরা ট্রাকটি উদ্ধার করে যানজট নিরসন করা হয়।


বৃহস্পতিবার ধর্মপাশা গরু বাজার থেকে শতাধিক গরু বোজাই ট্রাক ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যান ব্যবসায়িরা। এসব গরু বোঝাই ট্রাক নেত্রকোনা রোডে যেতে ধর্মপাশা হতে মোহনগঞ্জ মহিলা কলেজ মোড় দিয়ে যেতে হয়।তাই মহিলা কলেজ মোড়ের সড়কে বড় বড় গর্ত বন্ধ করে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।  বৃহস্পতিবার দুপুরে একটি পাট বোঝাই ট্রাক গর্তে পড়ে গেলে, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

মোহনগঞ্জ মহিলা কলেজের ম্যনেজিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন,  মহিলা কলেজ মোড় টি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।  এটি দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনায় ব্যপক ক্ষতি সাধিত হতে পারে।