জয়পুরহাট-২ আসনে দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে পুরো আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আক্কেলপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি এমপি হলে জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলব। জনগণের অধিকার ও আইন প্রতিষ্ঠা করব। বেকার যুবক ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।”

তিনি আরও বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি গণতন্ত্রের জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন কিন্তু দেশ ছেড়ে যাননি। তারেক রহমান ও বেগম জিয়ার নির্দেশে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি।”

‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায়’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করে আক্কেলপুর থানা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনসমূহ।

জনসভায় জেলা, উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন এবং ৩১ দফা বাস্তবায়নের পক্ষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।