আজ ১৮ই ফেব্রুয়ারি জামায়েতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি ও বাংলাদেশ জামায়েতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিতে সমগ্র বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলাম কর্তৃক বিক্ষোভ সমাবেশ ও ও মিছিল আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির আ জ ম রুহুল কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক ফখরুদ্দিন রাজি। নায়েবে আমির নুরুল হক পাটোয়ারী আরশাদ আলী ঢালী সহ মুন্সিগঞ্জ জেলার অন্যান্য উপজেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দরা। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি তোলা হয়। প্রধান অতিথির বক্তব্যে মুন্সিগঞ্জ জেলার আমির সরকারকে হুঁশিয়ার করে বার্তা দেন যে যদি এটিএম আজহারুল ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দেওয়া না হয় তবে আর তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আর তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। খুনি হাসিনা ও ভারতের চক্রান্তে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য জামাত ইসলামের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসি ও জুলুম নির্যাতন করা হয়। তাই হাসিনা পলায়নের মাধ্যমে এই মামলার কোন ভিত্তি নেই। সমাবেশটি চত্বর থেকে শুরু হয়ে মুন্সিগঞ্জ জেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কোর্ট প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়।