জুলাই-২৪ এর গনঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন "ওয়ারিয়র্স অব জুলাই" এর কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী। কমিটিতে সহ মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো: মাসুদ রানা। সদস্য পদে রয়েছেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোঃ নাসিম হোসেন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফেরদৌস শেখ।
৭ই জানুয়ারি (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে আবু বকর সিদ্দিককে আহ্বায়ক, মো: সালমান হোসেনকে সদস্য সচিব, কাজী আশরাফুর রহমান সিফাতকে মুখ্য সংগঠক, সিনথিয়া মেহরিন সরকারকে মুখপাত্র ও মো: মাসুদ রানাকে সহ মুখপাত্র করে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের উন্নত চিকিৎসা, আহতদের পূনর্বাসন এবং রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করা এই সংগঠনের অন্যতম লক্ষ্য।