ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪ অনুষ্ঠান কর্তৃক চট্টগ্রামে ১০ সেচ্ছাসেবী সংগঠনকে পুরস্কার প্রদান করা হয়েছে। 

ইপসা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইউনিলিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আজ চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো "ইয়ুথ চ্যাম্পিয়নস অফ দ্যা এনভায়রনমেন্ট ২০২৪"। এ আয়োজনে পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান:

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। শুভ উদ্বোধন করেন ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিফাত বিনতে আরা।

পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ:

১. এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন
২. কে বাংলাদেশ
৩. ইকো নেটওয়ার্ক
৪. লাল সবুজ সোসাইটি
৫. রাজাখালী উম্মুক্ত পাঠাগার
৬. ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট
৭. ইয়ুথ অ্যালায়েন্স ফর সাসটেইনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট
৮. ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক
৯. ইয়ুথ পজিশন ইন বাংলাদেশ
১০. ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ

প্যানেল আলোচনা:

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুটি প্যানেল আলোচনা।
প্রথম প্যানেলের বিষয়: "পরিবেশ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয় কৌশল এবং বৈশ্বিক নীতিমালা"।
আলোচনায় অংশ নেন:

নাসিম ফারহানা শিরিন, পরিচালক, পরিবেশ অধিদপ্তর

শামিমা আক্তার, পরিচালক, ইউনিলিভার বাংলাদেশ

প্রফেসর ড. আসিফুল হক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চুয়েট

তাজ সুলতানা, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


দ্বিতীয় প্যানেলের বিষয়: "পরিবেশগত সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় পদক্ষেপ"।
আলোচনায় অংশ নেন:

প্রফেসর কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি

জাকির হোসাইন, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর

সোহানুর রহমান, প্রধান নির্বাহী, ইয়ুথনেট গ্লোবাল

আমানুল্লাহ পরাগ, কো-অর্ডিনেটর, সাউথ এশিয়ান মভিলাইজেশন

ওমর ফারুক জয়, প্রতিষ্ঠাতা, ইউকেন


আয়োজনের গুরুত্ব:

অনুষ্ঠানে প্রায় ২০০ যুব প্রতিনিধি ও ৫০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। সংগঠনগুলোর পরিবেশগত কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের উদ্যোগ উপস্থাপন করা হয়।

ইপসার যুব কো-অর্ডিনেটর আরফা নাওয়ার রহমান এবং ইউনিলিভারের ম্যানেজার এসএম ফয়সাল সমাপনী বক্তব্যে বলেন, এই পুরস্কার যুব সংগঠনগুলোকে আরও অনুপ্রাণিত করবে। ইপসার পরিচালক পলাশ চৌধুরী আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ দেশের পরিবেশগত সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইপসা, ইউনিলিভার এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মনে করে, এই আয়োজন যুবসমাজকে পরিবেশ রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করবে।