কক্সবাজার আইনজীবী সমিতির আয়োজনে শিক্ষানবীশ আইনজীবীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল দশটায় আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ২০২৪ সালে অন্তর্ভুক্ত হওয়া শিক্ষানবীশ আইনজীবীদের অংশগ্রহণে দুপুর দুই টা পর্যন্ত কর্মশালা পরিচালনা করেন আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী বৃন্দ ।কক্সবাজার আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ার। কোরআন তেলাওয়াত এর মাধ্যমে কর্মশালা শুরু করে সকলের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শিক্ষানবীশ আইনজীবীদের হাতে পরিচয় পত্র, টাই এবং বিধিমালা প্রদান করা। রিসোর্স পার্সন হিসেবে ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধি নিয়ে সেশন পরিচালনা কমিটি করেন এডভোকেট নাজিম উদ্দিন , এডভোকেট মোঃ সাজ্জাদুল করিম এবং আদালত প্রাঙ্গণে নিয়ম নীতি ও এডভোকেটশীপ, হাইকোর্ট অন্তর্ভুক্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সেশন পরিচালনা করেন এডভোকেট আখতার উদ্দিন হেলালী।এছাড়া আইনজীবী সমিতির পক্ষ থেকে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল কাইয়ুম (সিনিয়র সদস্য), এডভোকেট আব্দুর রশিদ (সহ সাধারণ সম্পাদক ) , এডভোকেট মোঃ শহীদুল্লাহ (চকরিয়া বারের সাবেক সভাপতি) , এডভোকেট আমীর হোসেন (সহ সভাপতি), এডভোকেট শেফাউল করিম রানা (আপ্যায়ন বিষয়ক সম্পাদক), এডভোকেট আব্দুল খালেক (সদস্য), এডভোকেট জোবাইরুল ইসলাম (সদস্য)।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৯৫ জন শিক্ষানবীশ আইনজীবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালা সফল করতে সার্বিক সহযোগিতা করেন আইনজীবী সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।