ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অর্ধ কোটি টাকার মালামাল আটক করেছে কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়,শনিবার ২১ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় সরাইল বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় ক্যানুলা-১০,০০০ পিস, বিভিন্ন প্রকার ক্যাপসুল- ১০,৬০০ পিস, বেটনোভেট - এন ক্রিম ৪৯৮ পিস এবং সাবান- ১০৮ পিস রেখে পালিয়ে যায়। এর আনুমানিক বাজার মূল্য ৫৫,৪৯,৬০০ টাকা উদ্ধারকৃত অবৈধ মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।