ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অর্ধ কোটি টাকার মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অর্ধ কোটি টাকার মালামাল আটক করেছে কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সদস্যরা প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়,শনিবার ২১ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় সরাইল  বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় ক্যানুলা-১০,০০০ পিস,  বিভিন্ন প্রকার ক্যাপসুল- ১০,৬০০ পিস, বেটনোভেট - এন ক্রিম ৪৯৮ পিস এবং সাবান- ১০৮ পিস রেখে পালিয়ে যায়। এর আনুমানিক বাজার মূল্য ৫৫,৪৯,৬০০ টাকা উদ্ধারকৃত অবৈধ মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।