কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভাধীন রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় উপলক্ষে ০৬ ই এপ্রিলের শনিবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
অত্র বিদ্যালয়ের সভাপতি হাদিউল  ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিল্পপতি মাহমুদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ফখরুদ্দিন ভূঁইয়া,সিনিয়র শিক্ষক  মোঃ হাবিবুর রহমান,শরীরচর্চা শিক্ষক  মোঃ জালাল উদ্দিন, কৃষি শিক্ষক মাহবুবুর রহমান দিদার , মোস্তফা কামাল,মনোয়ারা বেগম , আফসানা জামিল, জসিম উদ্দিন, জীববিজ্ঞান শিক্ষক ওমর ফারুক, রওশনারা বেগম, সাইম খান, শাহরিন সুলতানা, নুরুল হক দানা প্রমোখ ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়া। 
প্রধান অতিথি  শিল্পপতি মাহমুদুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ভালো  ফলাফল প্রত্যাশা করি। শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাওয়ার আশা রাখছি। এজন্য পরীক্ষার্থীদের   পড়ালেখায় বেশি মনোযোগী এবং অভিভাবককের সচেতনতা  বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। 

আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুল হক।
এ বছর অত্র বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৫ জন।  তন্মধ্যে  মানবিক ৫৮  বিজ্ঞানে ২৭ বাণিজ্য ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।