বিগত সরকারের সময় কটিয়াদী বাজার বণিক সমিতি নির্বাচন জোরপূর্বক ভাবে মনোনীত ব্যক্তিদেরকে সিলেকশন করতেন

বিগত সরকারের সময় কটিয়াদী বাজার বণিক  সমিতি নির্বাচন জোরপূর্বক ভাবে  মনোনীত ব্যক্তিদেরকে সিলেকশন  করতেন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ দিন পর কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দিপনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা, আগামী দিনে বাজার বণিক সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। সকল মহলেই চলছে আলোচনা।

আগামী শনিবার (২৮ জুন) অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলিগলি। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কটিয়াদী বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত। এখানে রয়েছে প্রায় দুই হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব বাছাই করবেন তারা।

প্রার্থী  হিসেবে যারা রয়েছেন -
সভাপতি পদে শফিকুল ইসলাম (তালা চাবি), ইলিয়াস আলী (আনারস)  মুস্তাকুর রহমান গোলাপ (হরিণ) , সহ-সভাপতি আজিজুল হক শাজাহান (মোমবাতি), হাবিবুর রহমান (কবুতর), নুরুজ্জামান (হাতি), সাধারণ সম্পাদক -জিল্লুর রহমান (মোটরসাইকেল) জহিরুল হক উজ্জল (দেওয়াল ঘড়ি), মাহবুবুর রহমান  সোহেল (দোয়াত কলম), মোশারফ হোসেন মাসুদ (হাস), সহ -সাধারণ  সম্পাদক - হারুনুর রশিদ (আম), জাহাঙ্গীর আলম জনি (মাছ), সাংগঠনিক সম্পাদক - হাজী রহমতউল্লাহ (মোবাইল ফোন), বাদল প্রধান (ফুটবল), বুরহান উদ্দিন  (কলসি), শাহজাহান  কবির (মোরগ),দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ (টেবিল ফ্যান), জিল্লুর রহমান (কম্পিউটার),  কোষাধাক্ষ-জহির মিয়া (চেয়ার), সুজন সাহা বংশি ( চায়ের কাপ).ক্রীড়া ও  সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন (হারমোনিয়াম),  জজ মিয়া (মাইক), আবুল কাশেম(রেডিও)। 
সদস্য পদে যারা  আছেন - আফজাল হোসাইন  (কলস), আশরাফ উদ্দিন (প্রজাপতি), আলমগীর (চশমা), মোতাহের হোসেন (বালতি), সোহেল খান (ডাব).জোবের আলম শরীফ (ঘোড়া) প্রমোখ। 

 নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল 
খায়ের  বলেন, ২৮ জুন শনিবার  কটিয়াদী সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে ১ হাজার ৬১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি।