সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে আনন্দ-উচ্ছ্বাস আর নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা নববর্ষ-১৪৩২' উদযাপিত হয়েছে

সারাদেশের ন্যায়  কিশোরগঞ্জের কটিয়াদীতে  আনন্দ-উচ্ছ্বাস আর নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে  বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা নববর্ষ-১৪৩২' উদযাপিত হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র‌্যালী বের হয়ে উপজেলা শহরের মোড় প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলার কলেজ মাঠের  বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর পরে এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, লোকজ নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়।  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের  ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকালে উক্ত 
কলেজ মাঠের বৈশাখী মঞ্চে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে উপস্থিত ছিলেন  এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী  পড়শি,জুনিয়র জেমস সোহাগ ও ক্ষুদে গানরাজ কণ্ঠশিল্পী লীজা প্রমুখ শিল্পীবৃন্দ।  কটিয়াদী উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কন্ঠশিল্পী পড়শী গান শুরু করেন।
তোমার চোখে আকাশ আমার চাঁদ যেন পুর্ণিমা, গানটিসহ একাধিক গান গেয়ে মাতিয়ে তুলেন হাজার হাজার দর্শক। তার কন্ঠে কন্ঠ মিলিয়ে গাইতে থাকেন উৎসাহী তরুণ-তরুণীরা। কিছুক্ষণের জন্য তারা হারিয়ে যান অন্য জগতে। খুশি ও আনন্দে আত্মহারা হয়ে পড়ে দর্শক। এরপর একে একে গান পরিবেশন করেন তিনি।