কিশোরগঞ্জের করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের চরদেহুন্দা মুন্সী বাড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ নূরজাহান (১৯) আত্নহত্যা করেছেন

কিশোরগঞ্জের করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের চরদেহুন্দা মুন্সী বাড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ নূরজাহান (১৯) আত্নহত্যা করেছেন।মঙ্গলবার, ২০ মে বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, টিনের ঘরে ধরনা সঙ্গে ওড়না  দিয়ে ফাঁস দেয়।পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।নিহতের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া  উপজেলায়।করিমগঞ্জ উপজেলা দেহুন্দা ইউনিয়ন চরদেহুন্দা মুন্সী বাড়ির প্রবাসী রাব্বির স্ত্রী।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।দেহুন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।