কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও পথচারী।করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী বাজার -দক্ষিণ আশতকা সড়কের ওপর সেতুটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে।যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ না নেওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, ইটের ট্রাকসহ বিভিন্ন যানবাহন।এ পরিস্থিতিতে সম্ভাব্য দুর্ঘটনা কবল থেকে রক্ষা করার জন্য দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামতের দাবি তুলেছেন এলাকাবাসী। এ ব্যাপারে কথা হয় গুণধর ইউপি সদস্য আজহারুল ইসলাম বকুল বলেন,জনস্বার্থে সেতুটি জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।