পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে তিন বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাত উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসার গাজী, আবুল কালাম এবং পূর্বসোনাপাড়া গ্রামে পল্লী চিকিৎসক মো.জসিম উদ্দিন’র বাড়ীতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানাজায়, চোরের দল সিঁদ কেটে এবং ঘরের জানালা ভেঙ্গে ঘরে ভিতরে ঢুকে হয়তো চেতনা নাশক কোন কিছু স্প্রে করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কি পরিমান টাকা কিংবা স্বর্নালংলার নিয়ে গেছে তা জানা যায়নি।
বালিয়াতলীর বাসিন্দা নূরুল কবির ঝুনু জানান, তিনিও বিষয়টি খোঁজ নিয়েছেন, চোরের দল হয়তো ঘরে ঢুকে চেতনা নাশক কোন কিছু স্প্রে করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শাহআলম জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাদের বাড়ি চুরি হয়েছে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।