দীর্ঘদিনের অভিযোগ, প্রতিবাদ ও গণদাবির পর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জেএইচ খান লেলিনকে অবশেষে বদলি করা হয়েছে। বদলির খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১ জুলাই) রাতে পৌর শহর ও হাসপাতাল চত্বরে স্থানীয় জনতা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করে ও মিষ্টি বিতরণ করে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
বিতর্কিত ভূমিকা ও জনঅসন্তোষ
স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ডা. লেলিন তার মালিকানাধীন ম্যাক্স হাসপাতাল ও সংশ্লিষ্ট ল্যাব-ক্লিনিককে কেন্দ্র করে চিকিৎসাসেবায় একটি বাণিজ্যিক সিন্ডিকেট গড়ে তোলেন। সরকারি হাসপাতালের রোগীদের তিনি ব্যক্তিগত প্রতিষ্ঠানে রেফার করতেন, নির্ধারিত ওষুধ ও পরীক্ষা করাতে বাধ্য করতেন।
এছাড়া তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে মামলা, ও দুর্নীতির মাধ্যমে সম্পদ গঠনের মত গুরুতর অভিযোগ গণমাধ্যমে উঠে এসেছে।
ধারাবাহিক গণআন্দোলন
ডা. লেলিনের অপসারণের দাবিতে স্থানীয় নাগরিক ও ছাত্রসমাজ একাধিক কর্মসূচি পালন করে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১৬ ফেব্রুয়ারি ২০২৫: ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কলাপাড়া শাখা’-র আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচিতে ৮৭০ জন স্বাক্ষর করে অপসারণ দাবি করেন
১৮–২১ ফেব্রুয়ারি: শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং ও অবস্থান কর্মসূচি
২৩ ফেব্রুয়ারি: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
পাশাপাশি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে তার বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশিত হয়।
প্রশাসনের পদক্ষেপ ও বদলির প্রেক্ষাপট
যদিও স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত আদেশে বদলির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, তথাপি বিভাগীয় তদন্ত, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন ও জনদাবির প্রেক্ষিতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। তার স্থানে নতুন একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির খবর নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহর ও হাসপাতাল এলাকায় আনন্দ মিছিল বের করা হয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে উৎসব উদযাপন করেন স্থানীয়রা।