কলাপাড়ায় খালে জাল পাতা কে কেন্দ্র করে মোঃ পারভেজ বয়াতি (২৮) নামে এক জেলে কে মারধর করে গুরুতর জখম করা হয়েছে। আহত পারভেজ মিঠাগঞ্জ ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং আলীগঞ্জ গ্রামের মোঃ সোবাহান বয়াতি'র ছেলে। সোমবার রাত সাড়ে ৭ টায় আলীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি আহত জেলে মোঃ পারভেজ বয়াতি জানান, গ্রামের ছোট একটি খালে জাল ফেলে দিনশেষে যে মাছ পাওয়া যায় তা বাজারে বিক্রি করেই চলে সংসার। এভাবেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। তিনি আরো জানান, ওই খালে মাছ ধরার জন্য জাল ফেলি, প্রতিদিনের মত জাল উঠাতে গিয়ে দেখি জাল ছিড়ে নদীর পাশে উঠানো আছে, আর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল মৃধার জাল পাতা আছে, এ সময় জিজ্ঞেস করলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জলিল মৃধা বলে এখানে জাল পাতা যাবে না এখানে আমাদের জায়গা আমরা জাল ফেলবো। একপর্যায়ে জলিল ও তার ছেলে নাসির মৃধা সহ ৫/৬ জন আমাকে এলোপাথাড়ি মারধর করে, আহত করে। এতে মাথায় গুরুত্বর আঘাত পায়। তিনি এর বিচারের দাবি জানান। এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম বলেন, একজন সাধারন জেলে কে মারধরের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জাকির হোসেন ফকির বলেন, ঘটনা শুনে খোঁজখবর সহ চিকিৎসার ব্যবস্থা করেছি, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।