গাজীপুরের কাপাসিয়া উপজেলা তরগাও ইউনিয়নের ভুবনেশ্বর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে ইফাজ উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ভুলেশ্বর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। এদিন কাপাসিয়া উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায় এর সাথে প্রচুর বৃষ্টি হয়। ওই সময় ইফাজ উদ্দিন মাঠে কাজ শেষে নিজের গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত গঠলে তার উপর এসে পরে। তাৎক্ষণিক তিনি মাটিতে লুটিয়ে পড়েন।পরেতাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শূকের ছায়া নেমে আসে ।