দিনাজপুর পলিটেকনিক কলেজের সকল ছাত্র ছাত্রীরা আজ ১৫/০৪/২০২৫ইং বেলা ১২ ঘটিকায় এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয়। উক্ত সংবাদ সম্মেলনে তারা নিম্নোক্ত দাবি তুলে ধরেন :-
১/ জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে।
২/ ডিপ্লোমা ইন-ইন্জিনিয়াররিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে।
৩/ উপ- সহকারী প্রকৌশলী ও সমমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনো টেকনোলজি হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত, রাস্ট্রায়ত্ত্ব, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা।
৪/ কারিগরি সেক্টর পরিচালনায় সরকারি পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্তক ও অধ্যক্ষসহ কোন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানকভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিহ্মিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দহ্ম শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫/ কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে উচ্চশিক্ষা নামে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬/ পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাসকৃত প্রার্থীদের জন্য ক্যাম্পাস ও ডুয়েটের আওতামুক্ত একাডেমিক কার্যকম পরিচালনার মাধ্যমে আগামী সেশন হতে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।
দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইন্জিনিয়ার।
পরবর্তী পদহ্মেপ:-
আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না করা হলে আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি পালন করা হবে। তারা আগামীকাল রাস্তা ব্লকেড কর্মসূচি দিয়েছে।