জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের বগির সঙ্গে বাসটির ধাক্কা লাগে।

জয়পুরহাটের কালাইয়ে দূরপাল্লার একটি বাস এবং ট্রাক্টরের সংঘর্ষে ১৮ জন যাত্রী আহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে জয়পুরহাট -বগুড়া মহাসড়কের পুনট বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস আহাদ পরিবহন। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের বগির সঙ্গে বাসটির ধাক্কা লাগে।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ১৮জন যাত্রী আহত হয়। তাদের সবার বাড়ি জয়পুরহাট সদর ও ধামুরহাট এলাকায়। কালাই ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বজলুর রশিদ জানান, দূর্ঘটনার পরপরই আমাদের টিম সেখানে উপস্থিত হয়। বাসের ভিতরে ও বাহিরে পরে থাকা যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জুয়েল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আমরা ১৮ জন রুগী পেয়েছি, এদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১২ জন হাসপাতালে ভর্তি আছে এবং উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ৩ জনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানিয়েছেন, বাসটি খাদে পড়ে গেলে ১৮ জন আহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠিয়েছে।