নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’– এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’– এ প্রতিপাদ্যকে সামনে রেখে  লালমনিরহাটের কালীগঞ্জে  ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।  ২৫ মে সকাল ১১টায়  উপজেলা নির্বাহী  অফিস চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া  সুলতানা,
এরই অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে  উপজেলায় তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয় , উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে।মেলার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ২৫ মে  সকালে উপজেলা  হলরুমে এক প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসেল মিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  লালমনিরহাট আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, তুষার কান্তি, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  সেলিম মালিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সুকান্ত সরকার উপজেলা সাব রেজিস্টার, আরিফ ইশতিয়াক   প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন গ্রহণ, রেজিস্ট্রেশন ও দাখিলা প্রিন্ট করার সুযোগ থাকবে। থাকবে সার্বক্ষণিক সেবাবুথ, যেখানে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দর্শনার্থীদের ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দেবেন।
এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ ও পুরস্কার বিতরণ  সাধারণ মানুষের অভিযোগ শুনানির ব্যবস্থাও থাকবে। জনসচেতনতায় লিফলেট ও বুকলেট বিতরণ করা হবে। পাশাপাশি একটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্রও থাকবে, যেখানে নির্ধারিত রেটে সেবা প্রদান করা হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক সেবার মানোন্নয়নে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।